ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মুক্তদিবস উপলক্ষে মেহেরপুরে র‌্যালি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৮
মুক্তদিবস উপলক্ষে মেহেরপুরে র‌্যালি মুক্তদিবস উপলক্ষে র‍্যালি। ছবি: বাংলানিউজ

মেহেরপুর: নানা আয়োজনের মধ্য দিয়ে মেহেরপুরে পাকিস্তানি হানাদার মুক্তদিবস পালন করা হয়েছে। ১৯৭১ সালের এই দিনে লালমনিরহাটকে হানাদার মুক্ত করে মুক্তিযোদ্ধারা।

দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় জেলা মুক্তিযোদ্ধা সংসদ চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটির নেতৃত্ব দেন জেলা প্রশাসক (ডিসি) আতাউল গণি।

 

জেলা পুলিশ সুপার (এসপি) মোস্তাফিজুর রহমান, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, সাবেক মুক্তিযোদ্ধা জেলা কমান্ডার বশির আহম্মেদ, জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আতাউল হাকিম লাল মিয়াসহ জেলার মুক্তিযোদ্ধারা এতে অংশ নেন।  

র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের কলেজমোড় অবস্থিত স্মৃতিসৌধে গিয়ে শেষ হয়। এ সময় সেখানে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ  করা হয়। পরে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনষ্ঠিত হয়।  
বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।