ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নানা আয়োজনে সুনামগঞ্জ মুক্তদিবস পালন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৩ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৮
নানা আয়োজনে সুনামগঞ্জ মুক্তদিবস পালন হানাদার মুক্তদিবস পালন। ছবি: বাংলানিউজ

সুনামগঞ্জ: নানা আয়োজনের মধ্য দিয়ে সুনামগঞ্জে পাকিস্তানি হানাদার মুক্তদিবস পালন করা হয়েছে। ১৯৭১ সালের এই দিনে সুনামগঞ্জকে হানাদার মুক্ত করে মুক্তিযোদ্ধারা।

দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মুক্তিযোদ্ধা সংসদ ভবনের সামনে থেকে একটি র‌্যালি বের হয়।  

র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সুনামগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

পরে সেখানে সব শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানান, সুনামগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আব্দুল আহাদ, জেলা পুলিশ সুপার (এসপি) বরকতুল্লাহ খান, পৌরসভার মেয়র নাদের বখত, দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান ইদ্রিছ আলী বীর প্রতিকসহ সব মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষ।

মুক্তদিসব উপলক্ষে শহরের শহীদ আবুল হোসেন মিলনাতনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসন ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে এ র‌্যালি ও সভা অনুষ্ঠিত হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।