ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গাজীপুরে প্রতারক গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৬ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৮
গাজীপুরে প্রতারক গ্রেফতার

গাজীপুর: সচিবালয়সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার নামে মানুষের কাছ থেকে বিপুল অংকের অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে গাজীপুরে এক প্রতারককে আটক করেছে র‌্যাব-১। 

সাব্বির মন্ডল (২৭) নামে ওই প্রতারককে বুধবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় গাজীপুর সিটি করপোরেশনের (জিসিসি) বোর্ডবাজার এলাকা থেকে আটক করা হয়।

বিষয়টি বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) দুপুরে বাংলানিউজকে জানিয়েছেন গাজীপুরের পোড়াবাড়ী র‌্যাব-১ স্পেশালাইজড কোম্পানির কমান্ডার আব্দুল্লাহ আল মামুন।

সাব্বির গাইবান্ধার সাঘাটা থানার উত্তর গুটিয়া সরদার পাড়া এলাকার আইয়ুব আলীর ছেলে।  

আব্দুল্লাহ আল মামুন জানান, সূত্রে খবর পেয়ে সন্ধ্যায় বোর্ডবাজার এলাকায় গিয়ে সাব্বিরকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন উপায়ে এই ধরনের প্রতারণার কথা স্বীকার করেন।

তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান র‌্যাব-১ স্পেশালাইজড কোম্পানির কমান্ডার।

বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, ০৬ ডিসেম্বর, ২০১৮ 
আরএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।