ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গোবিন্দগঞ্জে ইয়াবাসহ বিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৫ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৮
গোবিন্দগঞ্জে ইয়াবাসহ বিক্রেতা আটক ইয়াবাসহ আটক শাহিন মিয়া। ছবি: বাংলানিউজ

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৬৯০ পিস ইয়াবাসহ শাহিন মিয়া (৩০) নামে এক মাদকবিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।শাহিন নারায়নঞ্জ জেলার বন্দর থানার কুড়িপাড়া গ্রামের লিয়াকত আলীর ছেলে।

শনিবার (৮ ডিসেম্বর) দুপুরে র‌্যাব -১৩ গাইবান্ধা ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে গোবিন্দগঞ্জ উপজেলার সুধার ধাপ এলাকায় অভিযান চালিয়ে শাহিনকে আটক করা হয়।

এসময় তার কাছ থেকে ৬৯০ পিস ইয়াবা জব্দ করা হয়। জব্দ ইয়াবার আনুমানিক মূল্য তিন লাখ টাকা।  

এ ব্যাপারে শাহিনের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা করে তাকে থানায় হস্তান্তর করা হয়েছে বলেও উল্লেখ করা হয়।

বাংলাদেশ সময়: ০২৩০ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।