ঢাকা, বুধবার, ২৩ আশ্বিন ১৪৩২, ০৮ অক্টোবর ২০২৫, ১৫ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

পুরান ঢাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৩৪, ডিসেম্বর ১০, ২০১৮
পুরান ঢাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

ঢাকা: রাজধানীর পুরান ঢাকার পাটুয়াটুলীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের (আনুমানিক ২২) মৃত্যু হয়েছে। তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি। সোমবার (১০ ডিসেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কয়েকজন ছাত্র।

তাদের মধ্যে মো. সাইফ বাংলানিউজকে জানান, পাটুয়াটুলী অগ্রণী ব্যাংকের পাশ দিয়ে যাচ্ছিলেন তারা। এসময় ব্যাংকের পাশের একটি নির্মাণাধীন ভবনের তৃতীয় তলা থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়েন ওই যুবক। পরে তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওই ভবনের তৃতীয় তলায় জানালায় গ্লাস লাগানোর কাজ করছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ঢামেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।