ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রুমায় অস্ত্রসহ যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫১ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৮
রুমায় অস্ত্রসহ যুবক আটক

বান্দরবান: বান্দরবানের রুমায় বিদেশি পিস্তল-গুলিসহ লাল পিয়াক বম (৩৮) নামে এক যুবককে আটক করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যার-৭) সদস্যরা।

সোমবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার ব্যাথেলপাড়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক যুবক উপজেলার পাইন্দু পুর্নবাসন পাড়ার সাংত্লিক বমের ছেলে।

র‌্যার-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সন্ধ্যায় রুমা উপজেলার ব্যাথেলপাড়া ঘাট এলাকায় অভিযানে চালিয়ে নাইন এম এম বিদেশি পিস্তল ও ৪ রাউন্ড গুলিসহ লাল পিয়াককে আটক করা হয়।

র‌্যার-৭ এর কর্মকর্তা মেজর মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, আটক লাল পিয়াক বম একজন অস্ত্রবিক্রেতা। আটক লাল পিয়াককে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০০৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৮
টিএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।