ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মাগুরা কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৮
মাগুরা কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু

মাগুরা: মাগুরা কারাগারে সাইফার রহমান (৬০) নামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। 

হার্ট অ্যাটাক হওয়ার পর মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১১ ডিসেম্বর) সকাল ৯টার দিকে তার মৃত্যু হয়। সাইফার রহমানের বাড়ি মাগুরার মহম্মদপুর উপজেলার তেলিপুকুর গ্রামে।

মাগুরা কারাগারের জেল সুপার তাইববুর রহমান বাংলানিউজকে বলেন, সাইফার একটি হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। ভোরে তিনি বুকে ব্যথা অনুভব করায় তাকে সদর হাসাপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টার দিকে তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১১২৯ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।