ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

জাপানি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫০ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৮
জাপানি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান

ঢাকা: জাপানের নাগোয়া শহরের উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন সেদেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতিমা। জাপানের নাগোয়া শহরে মঙ্গলবার (১১ ডিসেম্বর) বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনা ও ব্যবসা-বাণিজ্যের সুযোগ বিষয়ে অনুষ্ঠিত সেমিনারে তিনি একথা বলেন।

জাপানের চতুর্থ বৃহত্তম শহর ও অটোমোবাইল হাব নাগোয়ার ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ এবং সুযোগ-সুবিধাসমূহ অবহিত করার লক্ষ্য নিয়ে এ সেমিনার আয়োজন করা হয়।

সেমিনারে আগত অতিথি ও অংশগ্রহণকারীদের স্বাগত জানান নাগোয়া শহরের মেয়র তাকাশি কাওয়ামুরা।



অনুষ্ঠানে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতিমা। বিগত এক দশকে বাংলাদেশের প্রতিটি খাতের রূপান্তর (ট্রান্সফরমেশন) বিশ্লেষণ করে দেশের সামগ্রিক আর্থ-সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন সম্পর্কে বিশদ বর্ণনা করেন রাষ্ট্রদূত।

তিনি বাংলাদেশের শিল্পোন্নয়নের মূল উপাদানসহ সরকারের ‘রূপকল্প-২০২১’ ও ‘রূপকল্প-২০৪১’ এবং তা অর্জনে সরকার গৃহীত পরিকল্পনা জাপানি বিনিয়োগকারীদের কাছে তুলে ধরেন। বাংলাদেশের নারীর অগ্রযাত্রা এবং অর্থনীতিক উন্নয়নে নারীর অংশগ্রহণ ও অবদানের কথাও গর্বের সঙ্গে উপস্থাপন করেন রাষ্ট্রদূত। জাপান ও বাংলাদেশের মধ্যকার বিদ্যমান চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করেন রাষ্ট্রদূত। বাংলাদেশে চলমান বড় বড় প্রকল্পগুলোয় সহযোগিতা করায় তিনি জাপান সরকারকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন নাগোয়ায় বাংলাদেশের সম্মানিত কনসাল হিসাকাজু মিজুতানি। বাংলাদেশের অর্থনৈতিক গতিধারা নিয়ে উপস্থাপনা করেন জাইকার প্রতিনিধি মিজ মাসুমি ওকামোতো। বাংলাদেশে ব্যবসার পরিবেশ, সুবিধা-অসুবিধা ও বিনিয়োগে করণীয়  নিয়ে বিশদ আলোচনা করেন জেট্রো ঢাকার প্রতিনিধি তাইকি কোগা। এছাড়া বাংলাদেশে ব্যবসার অভিজ্ঞতা বর্ণনা করেন সুমিমতো করপোরেশনের সুতোমু হাসিমতো এবং বাংলাদেশ হোন্ডা প্রা. লি. এর নতুন কারখানা স্থাপন ও ব্যবস্থাপনা এবং বাজার সম্ভাবনা নিয়ে আলোচনা করেন কোম্পানির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কাজুয়া হাসি।

নাগোয়া চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজে আয়োজিত এ সেমিনার সম্মিলিতভাবে আয়োজন করে বাংলাদেশ দূতাবাস, টোকিও; নাগোয়া চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি; নাগোয়া সিটি অফিস এবং জাপান এক্সটারনাল ট্রেড অর্গানাইজেশন (জেট্রো)। সেমিনারটি আয়োজনে সহযোগিতা করে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা); ইউনাইটেড নেশন্স ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন; জাপান-বাংলাদেশ কমিটি ফর কমার্শিয়াল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন এবং জাপান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। সেমিনারে নাগোয়ার প্রায় ৮০ জন ব্যবসায়ী প্রতিনিধি অংশগ্রহণ করেন।  

সেমিনারে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের উপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পরিশেষে প্রশ্ন উত্তর পর্ব এবং নেটওয়ার্কিং সেশন অনুষ্ঠিত হয়। জাপানে পঞ্চম বারের মতো দেশের উন্নয়ন ও বিনিয়োগ সংক্রান্ত সেমিনার আয়োজন করলো টোকিও দূতাবাস।  

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৮
টিআর/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।