ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বিমল রায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৯ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৮
বিমল রায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকা: ভাষা আন্দোলনের সক্রিয় সৈনিক ও মহান মুক্তিযুদ্ধের সংগঠক বিমল রায় চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

শনিবার (১৫ ডিসেম্বর) এক শোকবার্তায় শেখ হাসিনা বলেন, কীর্তিমান এ রাজনীতিবিদ আজীবন নিরলসভাবে মানুষের জন্য কাজ করে গেছেন।  

তিনি আরও বলেন, বিমল রায়ের মৃত্যুতে বাংলাদেশের রাজনীতিতে এক শূন্যতার সৃষ্টি হয়েছে।

 

প্রধানমন্ত্রী মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

এর আগে সকালে যশোর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  

** ভাষাসৈনিক বিমল রায় চৌধুরী আর নেই

বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।