ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৫ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৮
কিশোরগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ সদর উপজেলায় ইটভাটার নালার পানিতে ডুবে উমরিতা নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (১৫ ডিসেম্বর) বিকেলে উপজেলার মহিনন্দ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। উমরিতা নিকলী উপজেলার ঘুড়াদিঘা এলাকার ফুল মিয়ার মেয়ে।

 

স্থানীয়রা জানায়, উমরিতাকে নিয়ে তার বাবা-মা স্থানীয় ঈশা খাঁ ইটভাটায় কাজ করছিলেন। পরে বিকেলে উমরিতাকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না। একপর্যায়ে ইটভাটার একটি নালার পানি থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক উমরিতাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।