ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শহীদদের স্মরণে ওবায়দুল কাদেরের শ্রদ্ধা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৮ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৮
শহীদদের স্মরণে ওবায়দুল কাদেরের শ্রদ্ধা বিজয় দিবসে শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানাচ্ছেন ওবায়দুল কাদের

ফেনী: মহান বিজয় দিবসে ফেনী শহরের রাজাঝি’র দিঘী পাড়স্থ শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রোববার (১৬ ডিসেম্বর) সকাল ৭টা ৫৫ মিনিটের দিকে শহীদদের ফুলেল শ্রদ্ধা জানান তিনি।

এ সময় আরো উপস্থিত ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য জাহানারা বেগম সুরমা, ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বিকম, ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন।

 

এর আগে পুষ্পস্তবক অর্পণ করেন, ফেনী জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান, পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর আলম সরকার।

জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, জেলা আওয়ামী লীগ, জেলা বিএনপি, জাতীয় পার্টি, সিপিবি, জেলা পরিষদ, ফেনী প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি, জেলা আইনজীবী সমিতি, জেলা শিক্ষক সমিতি, ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্র ইউনিয়ন, জেলা ক্রীড়া সংস্থা, সম্মিলিত সাংস্কৃতিক জোট, আর্য সাংস্কৃতিক কেন্দ্র, লায়ন ক্লাব, রোটারী, রোটারেক্ট ক্লাব, ফেনী থিয়েটার, খেলাঘর, ফেনী সরকারি কলেজ, স্বেচ্ছাসেবী সংগঠন মাস্তল ফেনী শাখা, রেড ক্রিসেন্ট, সোসাইটি, ফেনী ইউনিভার্সিটিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বীর শহীদদের স্মরণে শ্রদ্ধা জানায়।

বাংলাদেশ সময়: ০৮০২ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৮
এসএইচডি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।