ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাপার প্রার্থী স্বপন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৮
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাপার প্রার্থী স্বপন জাতীয় পার্টির (জাপা) প্রার্থী মো. সাইফুল ইসলাম স্বপন নৌকা প্রতীকে সমর্থন

নোয়াখালী: নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে মহাজোটের সিদ্ধান্ত অনুযায়ী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে সমর্থন দিয়ে নির্বাচনী প্রচার-প্রচারণা থেকে সরে দাঁড়ালেন জাতীয় পার্টির (জাপা) প্রার্থী মো. সাইফুল ইসলাম স্বপন।

মঙ্গলবার (১৮ ডিসেম্বর) দুপুর ২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি উপজেলা আওয়ামী লীগের নেতাদের উপস্থিতিতে এ ঘোষণা দেন।

এসময় উপস্থিত ছিলেন- কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান বাদল, উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবদুল লতিফসহ আওয়ামী লীগ ও জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ের নেতারা।

 

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।