ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সড়ক দুর্ঘটনায় আহত সাবেক মন্ত্রী গোলাম মোস্তফা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৩ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৮
সড়ক দুর্ঘটনায় আহত সাবেক মন্ত্রী গোলাম মোস্তফা

কুমিল্লা: কুমিল্লার চান্দিনায় সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন সাবেক মন্ত্রী এবিএম গোলাম মোস্তফা। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

মঙ্গলবার (১৮ ডিসেম্বর) দুপুর ১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনার গোমতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

অপর আহতরা হলেন- তার ব্যক্তিগত সহকারী আকতার হোসেন, সফরসঙ্গী ফারুক আহমেদ, জীবন ও গাড়ি চালক।

সাবেক সচিব গোলাম মোস্তফা বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী এবং কুমিল্লা-৪ দেবিদ্বার আসনের সংসদ সদস্য ছিলেন। তিনি কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগেরও সহ-সভাপতি। তার গ্রামের বাড়ি দেবিদ্বার উপজেলার বড়শালঘর গ্রামে।  
জানা যায়, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা এবং দেবিদ্বার আসন থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রাজী মোহাম্মদ ফখরুলের নির্বাচনী প্রচারণা শেষে ঢাকায় ফিরছিলেন তিনি। চান্দিনার গোমতা এলাকায় পৌঁছালে তাকে বহনকারী গাড়ির চাকা পাঙচার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে তিনিসহ পাঁচজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে ধোপখোলা আজগর আলী প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মনিরুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।