ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৬ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৮
পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

পঞ্চগড়: পঞ্চগড় সদর উপজেলায় পাওয়ার ট্রলি ও মোটরসাইকেলের সংঘর্ষে নুরুল ইসলাম (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বুধবার (১৯ ডিসেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার জগদল বাজারে এ দুর্ঘটনা ঘটে। নুরুল ওই উপজেলার সোনারবান ভিতরগড় এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মোটরসাইকেলে করে পঞ্চগড়ে যাচ্ছিলেন নুরুল। পথে জগদল বাজারের তেলপাম্প স্পিডব্রেকারের সামনে পাওয়ার ট্রলির সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ঘ হয়। এতে গুরুতর আহত হন তিনি। এ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পঞ্চগড় সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মোকাদ্দেছ আলী।

বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।