ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শায়েস্তাগঞ্জে চায়ের দোকানে চলন্ত ট্রাক, নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫১ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৮
শায়েস্তাগঞ্জে চায়ের দোকানে চলন্ত ট্রাক, নিহত ১ দুর্ঘটনা কবলিত গাড়ি। ছবি বাংলানিউজ

হবিগঞ্জ: একটি চলন্ত ট্রাক হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার কলিমনগর বাজারের একটি চায়ের দোকানকে চাপা দিয়েছে। এসময় ওই ট্রাকের নিচে চাপা পড়ে শাহেদ আলী (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন চা পানরত আরো চারজন।

বুধবার (১৯ ডিসেম্বর) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহেদ আলীর বাড়ি উপজেলার পশ্চিম চরহামুয়া এলাকায়।

দুর্ঘটনার পর স্থানীয় জনতা উত্তেজিত হয়ে প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, কলিমনগর বাজারের একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন স্থানীয় কয়েকজন। এ সময় হবিগঞ্জ থেকে শায়েস্তাগঞ্জগামী একটি দ্রুতগতির ট্রাক এসে চায়ের দোকানকে চাপা দিয়ে উল্টে গেলে শাহেদসহ পাঁচজন আহত হন। স্থানীয়রা এ অবস্থায় তাদের উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক শাহেদকে মৃত ঘোষণা করেন। বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন। তাদের নাম জানা যায়নি।

দুর্ঘটনার পর উত্তেজিত জনতা ওই সড়ক আবরোধ করলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ নিয়ে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম ফেরদৌস ইসলাম ঘটনাস্থলে এসে একটি স্পিড ব্রেকার নির্মাণের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন তারা।  

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিছুর রহমান বাংলানিউজকে জানান, দুর্ঘটনার পর ট্রাক ফেলে চালক পালিয়ে গেছেন।  

বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।