ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নেত্রকোনায় ৫১ পুলিশ মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৮
নেত্রকোনায় ৫১ পুলিশ মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হচ্ছে। ছবি: বাংলানিউজ

নেত্রকোনা: মহান মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ ও বীরত্বপূর্ণ অবদান রাখার জন্য নেত্রকোনায় জেলা পুলিশের পক্ষ থেকে ৫১ পুলিশ মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

বুধবার (১৯ ডিসেম্বর) সকালে পুলিশ লাইনসের সম্মেলন কক্ষে জেলা পুলিশ সুপার (এসপি) জয়দেব চৌধুরীর হাত থেকে এ সংবর্ধনা গ্রহণ করেন মুক্তিযোদ্ধারা।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন- পুলিশ মুক্তিযোদ্ধা মো. শাহ্জাহান মিয়া, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ইউনিট কমান্ড মো. নুরুল আমিন, ডেপুটি কমান্ড আব্দুল মতিনসহ অন্যরা।

এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) থেকে পদন্নোতি পাওয়া পুলিশ সুপার (এসপি) এস এম আশরাফুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. শাহ্জাহান মিয়া, মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল (সদর সার্কেল), নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উদ্দিন খান।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত মুক্তিযোদ্ধারা তাদের রণাঙ্গনের স্মৃতিচারণ করেন।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।