বুধবার (১৯ ডিসেম্বর) ঢামেক বার্ন ইউনিটে ভর্তি হওয়া ওই রোগীদের দেখে এসে এমন তথ্য জানালেন তিনি।
তিনি বাংলানিউজকে জানান, নারায়ণগঞ্জ ফতুল্লা থেকে ৯ জন দগ্ধ রোগী আমাদের হাসপাতালে এসেছে।
তিনি আরো জানান, দগ্ধদের সর্বনিম্ন বার্ন হচ্ছে ১০ শতাংশ ও সর্বোচ্চ বার্ন হচ্ছে ৯০ শতাংশ।
ভোরের দিকে নারায়ণগঞ্জের ফতুল্লায় হকবাজার এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে আগুন লেগে শিশুসহ একই পরিবারের নয়জন দগ্ধ হয়।
দগ্ধরা হলেন- শ্রীনগর নাথ চন্দ্র বর্মণ (৩৫), তার স্ত্রী মতি অর্চনা (৩২) তাদের সন্তান অনামিকা (১৫), ছেলে অর্পিত (১০)। এছাড়া বর্মণের মা ছায়া রানী (৬০), তার মেয়ে সুমিত্রা (২৭), তার ছেলে প্রমিত (১৪), তার ছোট ভাই শাওন (১০), বর্মণের বোন জামাই নারায়ণ চন্দ্র (৪০)।
বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৮
এজেডএস/এসএইচ