ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাজৈরে সড়ক দুর্ঘটনায় নারী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৮
রাজৈরে সড়ক দুর্ঘটনায় নারী নিহত

মাদারীপুর: মাদারীপুরের রাজৈরে সড়ক ‍দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় এক নারী (৪৫) নিহত হয়েছেন। বুধবার (২৬ ডিসেম্বর) ভোরে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার বড়ব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে উপজেলার বড়ব্রীজ এলাকায় মহাসড়কে দুর্ঘটনায় আহত এক নারীকে দেখতে পেয়ে স্থানীয় এক ভ্যানচালক তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসকরা জানান হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে।

 

ধারণা করা হচ্ছে কোনো যাত্রীবাহী পরিবহনের চাপায় তার মৃত্যু হয়েছে।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহফুজুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যুর খবর পেয়েছি।  

বাংলাদেশ সময়: ১১২৭ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।