ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সিলেটে নিহত ছাত্রদল নেতার ময়নাতদন্ত সম্পন্ন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৩ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৮
সিলেটে নিহত ছাত্রদল নেতার ময়নাতদন্ত সম্পন্ন

সিলেট: সিলেটে ভোটকেন্দ্রে দুই পক্ষের গুলি বিনিময়কালে নিহত ছাত্রদল নেতা সায়েম আহমদ সোহেলের (২৬) ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

সোমবার (৩১ ডিসেম্বর) দুপুরে সুরতহাল প্রতিবেদনের পর ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী আতাউর রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পুলিশের তরফ থেকে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

তবে নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দেওয়ার প্রস্তুতি চলছে।

সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম মাহবুবুল হক বলেন, কেন্দ্রে ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টাকালে দু’পক্ষের মধ্যে গুলি বিনিময়ের সময় সায়েম নিহত হন।

রোববার (৩০ ডিসেম্বর) বিকাল ৩টার দিকে সিলেট-৩ আসনের বালাগঞ্জ উপজেলার আজিজপুর কেন্দ্রে গুলিবিদ্ধ হয়ে সায়েম আহমদ সোহেল মারা যান।

তিনি উপজেলার তালতলা নলজুড় গ্রামের ফজলু মিয়ার ছেলে ও  বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৮
এনইউ/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।