ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

৪৮ ঘণ্টার মধ্যে নির্বাচনী পোস্টার অপসারণের নির্দেশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৫ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৯
৪৮ ঘণ্টার মধ্যে নির্বাচনী পোস্টার অপসারণের নির্দেশ নির্বাচনী পোস্টার অপসারণ কার্যক্রমের উদ্বোধনকালে বক্তব্য রাখছেন মেয়র সাঈদ খোকন। ছবি: বাংলানিউজ

ঢাকা: আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার সমস্ত ওয়ার্ড থেকে সব নির্বাচনী পোস্টার, ব্যানার ও ফেস্টুন অপসারণের নির্দেশ দিয়েছেন মেয়র সাঈদ খোকন।

বুধবার (২ জানুয়ারি) রাজধানীর পুরান ঢাকার সুরিটোলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে নির্বাচনী পোস্টার অপসারণ কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এ নির্দেশ দেন।

মেয়র সাঈদ খোকন বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া সব প্রার্থীদের ৪৮ ঘণ্টা সময় দিচ্ছি এ সময়ে মধ্যে সব ধরণের নির্বাচনী পোস্টার, ফেস্টুন ও ব্যানার অপসারণের জন্য সহযোগিতা করবেন।

আশা করি এ সময়ের মধ্যে নগরবাসীকে পরিচ্ছন্ন নগরী উপহার দিতে পারবো।

বাংলাদেশ সময়: ১২২৪ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৯
এসএম/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।