ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মানিকগঞ্জে মাদক বিক্রির দায়ে ২ যুবকের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৬ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৯
মানিকগঞ্জে মাদক বিক্রির দায়ে ২ যুবকের কারাদণ্ড

মানিকগঞ্জ: মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর ইউনিয়নের বিভিন্ন এলাকায় মাদক বিক্রির দায়ে দুই যুবককে ছয়মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২ জানুয়ারি) দুপুরে মানিকগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আবু দারদা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ কারাদণ্ড দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- জাগীর ইউনিয়নের আব্দুস সামাদের ছেলে ওসমান মিয়া (২৮) ও একই এলাকার মৃত বদর উদ্দিনের ছেলে ময়নাল মিয়া (২৮)।

জেলা মাদকদ্রব্য অধিদফতরের ইনচার্জ সাইফুল ইসলাম বাংলানিউজকে জানান, দুপুরে জাগীর ইউনিয়নে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় আটক প্রত্যেকের কাছ থেকে এক গ্রাম করে মোট দুই গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ছয় মাস করে কারাদণ্ড দিয়ে জেল-হাজতে পাঠানোর নির্দেশ দেন ম্যাজিস্ট্রেট এস এম আবু দারদা।

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৯
কেএসএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।