ঢাকা, বৃহস্পতিবার, ১০ আশ্বিন ১৪৩২, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০২ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

ভারতে সাজাভোগের পর দেশে ফিরল ৪ শিশু-কিশোর 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৬, জানুয়ারি ৩, ২০১৯
ভারতে সাজাভোগের পর দেশে ফিরল ৪ শিশু-কিশোর  সাজাভোগের পর দেশে ফিরল ৪ শিশু-কিশোর। ছবি: বাংলানিউজ

দিনাজপুর: অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে প্রায় আড়াই বছর সাজাভোগ শেষে হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশে ফিরেছে চার শিশু-কিশোর। 
 

বৃহস্পতিবার (৩ জানুয়ারি) দুপুরে হিলি চেকপোস্ট দিয়ে ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে ভারতীয় অভিবাসন পুলিশ। এ সময় বিজিবি, বিএসএফ ও দু’দেশের পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

 

ফেরত আসা শিশু-কিশোররা হলো- কুমিল্লার লাকসাম থানার গাজীমুড়া গ্রামের জামিল হোসেন কাবিলার ছেলে জাফর ইকবাল (১৮), জয়পুরহাট জেলার নিত্তিপাড়া গ্রামের মৃত মজিবর মার্ডির ছেলে জহন মার্ডি (১৬), কক্সবাজারের চকরিয়া থানার আবুবক্কর সিদ্দিকের ছেলে রবিউল আলম (১৭) ও জামালপুর জেলার মেলান্দহ থানার উদনাপাড়া গ্রামের হাসান মাহমুদের ছেলে মেহেদী হাসান (১৫)।

হিলি ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সবুর বাংলানিউজকে জানান, ভালো বেতনে কাজের সন্ধানে  দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল ফেরত আসা ওই চার শিশু-কিশোর।  পরে সে দেশের আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাতে আটক হওয়ার পর তাদের ভারতের পশ্চিমবঙ্গের বালুরঘাট শিশু-শোধনাগারে রাখা হয়। সেখানে দুই থেকে আড়াই বছর আটক থাকার পর সাজা শেষ হওয়ায় আইনি প্রক্রিয়ায় মাধ্যমে বৃহস্পতিবার তাদের দেশে ফিরিয়ে আনা হয়।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।