ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বেগমগঞ্জে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৮ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৯
বেগমগঞ্জে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার জমিদারহাট এলাকা থেকে পেয়ারা বেগম (৫৮) নামে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৫ জানুয়ারি) দুপুর ১টার দিকে জমিদারহাট উচ্চ বিদ্যালয়ের পাশে একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত পেয়ারা বেগম জেলার সেনবাগ উপজেলার শায়েস্তা নগর এলাকার নুরুল হকের স্ত্রী।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আলম মোল্লা বাংলানিউজকে বলেন, গত ৬-৭ দিন আগে নিজ বাড়ি থেকে নিখোঁজ হন পেয়ারা বেগম। তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন বলে জানা যায়।  এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮০৯ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।