ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

জাতীয়

উত্তরায় পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৬, জানুয়ারি ৬, ২০১৯
উত্তরায় পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ। ছবি: বাংলানিউজ

ঢাকা: বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে রাজধানীর উত্তরা এলাকার সড়কে অবস্থান নিয়েছে পোশাকশ্রমিকরা। এর ফলে এয়ারপোর্ট-আব্দুল্লাহপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

রোববার (৬ জানুয়ারি) সকাল থেকে উত্তরার জসীমউদ্দীন, আজমপুর থেকে আব্দুল্লাহপুর পর্যন্ত বেশ কয়েকটি সড়কে পোশাকশ্রমিকরা অবস্থান নেন।

উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর বাংলানিউজকে জানান, বেতন-ভাতা পরিশোধের দাবিতে শ্রমিকরা প্রায় পুরো উত্তরা এলাকার সড়ক অবরোধ করে অবস্থান নিচ্ছে।

পুলিশ শ্রমিকদের সঙ্গে কথা বলে তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করছে।

ডিএমপি ট্রাফিক বিভাগের একজন কর্মকর্তা বলেন, শ্রমিকদের রাস্তায় অবস্থানের ফলে বিমানবন্দর-আব্দুল্লাহপুর সড়কে দীর্ঘ জটলা সৃষ্টি হয়েছে। রাস্তার একপাশে সীমিত আকারে যান চলাচল করছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি।

এদিকে, সকাল বেলায় সড়কে দীর্ঘ জটলার ফলে ভোগান্তিতে পড়েছে অফিসগামী লোকজন। যান চলাচল প্রায় বন্ধ হয়ে পড়ায় অনেককেই হেঁটে গন্তব্যে রওনা হতে দেখা গেছে।  

বাংলাদেশ সময়: ১১৫৩ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৯
পিএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।