ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় যুবকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৮ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৯
ব্রাহ্মণবাড়িয়ায় যুবকের মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের সাতদিন পর আব্দুর রহমান (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

রোববার (৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার মজলিশপুরের তিতাস নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। রহমান মজলিশপুর এলাকার রসুন আলী মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, গত ৩১ ডিসেম্বর থেকে নিখোঁজ ছিলেন রহমান। রোববার সকালে তার মরদেহটি নদীতে ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।  

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

রহমান মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন এবং প্রায়ই তিনি বাড়ি থেকে উধাও হয়ে যেতেন বলে জানিয়েছে তার পরিবারের লোকজন। ময়নাতদন্তের প্রতিবেদন দেখে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।