ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

জাতীয়

বাদ শাজাহান খান, নৌ-প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১৬, জানুয়ারি ৬, ২০১৯
বাদ শাজাহান খান, নৌ-প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ

ঢাকা: নতুন মন্ত্রিসভার তালিকা থেকে বাদ পড়েছেন বিগত মন্ত্রিসভায় দায়িত্ব পালন করে আসা শাজাহান খান। এই মন্ত্রণালয়ে কোনো মন্ত্রী না রেখে প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরীকে।

রোববার (৬ জানুয়ারি) বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। অবশ্য খানিকবাদেই এ বিষয়ে সংবাদ সম্মেলন করে জানাবেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৮
এসকে/এমআইএইচ/এসএম/এসকেবি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।