ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নাহিদ-ইনু আউট, দীপু মনি-হাছান মাহমুদ-নওফেল ইন

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৩ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৯
নাহিদ-ইনু আউট, দীপু মনি-হাছান মাহমুদ-নওফেল ইন উপরে নাহিদ ও ইনু/নিচে দীপু মনি, হাছান মাহমুদ ও নওফেল

ঢাকা: মন্ত্রিসভায় চমক থাকবে- এ ঘোষণা আগেই দিয়েছিলেন আওয়ামীল লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে সরানো সেই চমকের একটি অংশ।

২০০৮ সালের মন্ত্রিপরিষদের পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এবার পেয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব। একই মন্ত্রণালয়ের উপমন্ত্রী হয়েছেন চট্টগ্রামের মহিউদ্দিন চৌধুরীর ছেলে মহিবুল হাসান চৌধুরী নওফেল।

প্রথমবার নির্বাচিত হয়েই মন্ত্রিত্ব পেলেন এই তরুণ।

২০০৮ সালের মন্ত্রিপরিষদের বন ও পরিবেশ মন্ত্রী ড. হাছান মাহমুদ এবার পেয়েছেন তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব।  

রোববার (৬ জানুয়ারি) বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগ এ তথ্য জানায়।

প্রশ্নফাঁস ইস্যুতে বিগত পাঁচ বছরজুড়েই সমালোচিত ছিলেন শিক্ষামন্ত্রী নাহিদ। হাসানুল হক ইনুও সমালোচিত হয়েছেন বিতর্কিত নানা পদক্ষেপের কারণে।  

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৯
এসকে/এমআইএইচ/এসএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।