ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

জাতীয়

নতুনরূপে চলবে অর্থ মন্ত্রণালয়: মুস্তফা কামাল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৪৫, জানুয়ারি ৭, ২০১৯
নতুনরূপে চলবে অর্থ মন্ত্রণালয়: মুস্তফা কামাল সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন আ হ ম মুস্তফা কামাল, ছবি: বাংলানিউজ

ঢাকা: অর্থমন্ত্রী হিসেবে নতুন দায়িত্ব পেতে যাওয়া আ হ ম মুস্তফা কামাল বলেছেন, দেশের আর্থিক খাতে কিছু ত্রুটি-বিচ্যুতি আছে, সেগুলো আইডেন্টিফাই করে প্রথমেই সমাধান করবো। আর তা করলেই অর্থ মন্ত্রণালয় আগের মতো নয়, নতুনরূপে চলবে।

রোববার (০৬ জানুয়ারি) সন্ধ্যায় শেরেবাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এর আগে বিকেলে সোমবার (০৭ জানুয়ারি) বঙ্গভবনে মন্ত্রিসভায় শপথের জন্য অর্থমন্ত্রী হিসেবে ডাক পান আ হ ম মোস্তফা কামাল।

নতুনরূপে অর্থ মন্ত্রণালয় চলবে এমন আশা প্রকাশ করে তিনি বলেন, প্রধানমন্ত্রীর হাত ধরে দেশের অর্থনীতি এগিয়ে নেবো। দেশের আর্থিক খাতের কি অবস্থান আছে, সেগুলো শনাক্ত করে সমাধান করবো। আমার বিশ্বাস কাল থেকে নতুনরূপে চলবে অর্থ মন্ত্রণালয়। যেখানে বিচ্যুতি আছে, তা দূর করবো বলে আশা আমার। তাছাড়া চ্যালেঞ্জ মোকাবিলা করে সব লক্ষ্যমাত্রা অর্জন করবো।

মন্ত্রী বলেন, মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করি- এই দায়িত্ব পাওয়ায়। আমাদের অগ্রগতি অর্জন হয়েছে। সামনে আমরা আরও সেবা করতে চাই। আমরা দেশকে এগিয়ে নিতে চাই। আমরা আরও এগিয়ে যাবো। আর প্রধানমন্ত্রীর এ দায়িত্ব পালনে সর্বোচ্চ সচেষ্ট থাকবো।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৯
এমআইএস/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।