ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

জাতীয়

বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর আর নেই

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩১, জানুয়ারি ৭, ২০১৯
বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর আর নেই

ঢাকা: বিশিষ্ট ব্যবসায়ী ও হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির পরিচালনা পরিষদের সাবেক চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ জাহাঙ্গীর আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

রোববার (০৬ জানুয়ারি) রাজধানীর ইস্কাটনের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ওইদিন বাদ আছর গুলশান আজাদ মসজিদে জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে দাফন করা হয়।

মেজর (অব.) মোহাম্মদ জাহাঙ্গীর ১৯৮৩ সালে বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করেন। তিনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, ন্যাশনাল টেলিকম লিমিটেডের স্বত্বাধিকারী ও চিফ এক্সিকিউটিভ অফিসার ছিলেন।  

গুলশান ক্লাবেরও সদস্য মেজর (অব.) জাহাঙ্গীর বাংলাদেশে বেসরকারি টেলিকম খাতের অন্যতম পাইওনিয়ার।  

বাংলাদেশ সময়: ১২২৭ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৯
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।