ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

হবিগঞ্জে এতিমখানাসহ ১০ দোকানে চুরি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৪ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৯
হবিগঞ্জে এতিমখানাসহ ১০ দোকানে চুরি এতিমখানার দানবাক্স চুরি। ছবি: বাংলানিউজ

হবিগঞ্জ: হবিগঞ্জ সদর উপজেলার এতিমখানার দানবাক্সসহ দশটি দোকানে চুরির ঘটনা ঘটেছে।

রোববার (৬ জানুয়ারি) দিনগত রাতে উপজেলার পইল রোডে এ চুরির ঘটনা ঘটে।  

আ’লা হযরত ইমাম আহমেদ রেযা (রা.) সুন্নি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রধান শিক্ষক মাওলানা নাসির উদ্দিন বাংলানিউজকে জানান, রোববার রাতে মাদ্রাসার সবকিছু ঠিক আছে দেখে তিনি বাসায় চলে যান।

সোমবার ভোরে ঘুম থেকে উঠে মাদ্রাসার ছাত্ররা দানবাক্সটি ভাঙা দেখতে পায়। পরে পুলিশকে খবর দেওয়া হয়।  
স্থানীয়রা জানান, রোববার দিনগত রাতের কোনো এক সময় পইল এলাকার আক্তার হোসেন এন্টারপ্রাইজের গ্যাস সিলিন্ডারের দোকান, সেলিম এন্টারপ্রাইজ, মা স্টোর, কাজল এন্টারপ্রাইজ, জয়নাল আবেদীন চাঁন মিয়া এন্টারপ্রাইজ, ফয়সল ইসলাম এন্টারপ্রাইজ, নাগ ফার্মেসি, আলাউদ্দিন স্টোর ও আক্কাস এন্টারপ্রাইজের দোকানে চুরি হয়। দোকানগুলোর দরজা ভেঙে নগদ টাকা, মোবাইলসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায় চোর। এতে আনুমানিক মূল্য দুই/তিন লাখ টাকা ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীদের দাবি।  

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুর রহমান বাংলানিউজকে বলেন,  স্থানীয়দের দেওয়া খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।  

হবিগঞ্জ পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ উল্ল্যা বলেন, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।