ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গজারিয়ায় ছুরিকাঘাতে আহত কলেজছাত্রের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫১ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৯
গজারিয়ায় ছুরিকাঘাতে আহত কলেজছাত্রের মৃত্যু রিফাত দেওয়ান। ফাইল ফটো

মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় ছুরিকাঘাতে আহত কলেজছাত্র রিফাত দেওয়ানের (১৯) মৃত্যু হয়েছে। 

সোমবার (৭ জানুয়ারি) বিকেল ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে রোববার (৬ জানুয়ারি) রাতে গজারিয়ার পোড়াচক বাউশিয়া এলাকা থেকে ছুরিকাহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

 

রিফাত দেওয়ান নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির প্রথম বর্ষের ছাত্র। তিনি পোড়াচক বাউশিয়ার কামরুল দেওয়ানের ছেলে।  

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) প্রাণবন্ধু জানান, নিহতের স্বজনরা বলছেন, রোববার রাতে ব্যাডমিন্টন খেলার কথা বলে বন্ধু শিশির ও শুভর সঙ্গে বাড়ি থেকে বের হন রিফাত। এরপর খেলার মাঠে ছুরিকাঘাত করা হয় তাকে। এছাড়া আরেকটি সূত্রে জানা গেছে, প্রেমঘটিত কারণে তাকে ছুরিকাঘাত করা হয়। তবে প্রকৃত ঘটনা এখনও জানা যায়নি। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।