ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ভূরুঙ্গামারীতে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৩ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৯
ভূরুঙ্গামারীতে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

কুড়িগ্রাম: ভূরুঙ্গামারী উপজেলায় আব্দুল মজিদ ওরফে মজু পাগলা (৫০) নামে একব্যক্তিকে গলাকেটে হত্যা করে তার সিএনজিচালিত অটোরিকশা নিয়ে গেছে দুর্বৃত্তরা। 

আব্দুল মজিদ উপজেলা খামার আন্ধারীঝাড় ইউনিয়নের মৃত ময়েজ উদ্দিনের ছেলে।

মঙ্গলবার (৮ জানুয়ারি) দুপুরে খামার আন্ধারীঝাড় ইউনিয়নের বীর-ধাউরারকুটি গ্রামের বড়ইতলা ব্রিজের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয়রা জানান, আব্দুল মজিদ পেশায় একজন অটোরিকশা চালক। গত পাঁচদিন আগে তিনি একটি নতুন অটোরিকশা কিনেছিলেন। মঙ্গলবার সকালে বীর-ধাউরারকুটি গ্রামের বড়ইতলা ব্রিজের নিচে মরদেহ ভাসতে দেখে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, অটোরিকশাটি ছিনতাই করতেই আব্দুল মজিদকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবীর বাংলানিউজকে জানান, প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যেই চালকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।  

ময়না-তদন্তের জন্য মরদেহটি কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৯
এফইএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।