ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মাদকাসক্ত ভাসুরের লাঠির আঘাতে গৃহবধূ নিহত, আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৬ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৯
মাদকাসক্ত ভাসুরের লাঠির আঘাতে গৃহবধূ নিহত, আটক ১

বাগেরহাট: বাগেরহাটে নেশাগ্রস্ত ভাসুরের লাঠির আঘাতে খাদিজা বেগম (২৯) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। ঘটনার পর ভাসুর কামাল মল্লিককে (৪৪) আটক করেছে পুলিশ। 

মঙ্গলবার (৮ জানুয়ারি) দুপুর ২টার দিকে জেলার ফকিরহাট উপজেলার নলধাভাগ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত খাদিজা আবুল কাসেম মল্লিকের স্ত্রী, বাবার বাড়ি একই উপজেলার কোদলা গ্রামে।

কালাম মল্লিক নলধাভাগ গ্রামের নেছার উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, দুপুরে খাদিজা রান্না করছিলেন। এসময় নেশাগ্রস্ত ভাসুর কামাল মল্লিক খাদিজার সঙ্গে অশ্লীল আচরণ করেন। বিষয়টি খাদিজা তার শাশুড়ি হাসিনা বেগমকে জানান। হাসিনা এ ব্যাপারে কামালের কাছে জানতে চাইলে ক্ষিপ্ত হয়ে কামাল গাছের ডাল দিয়ে খাদিজার মাথায় বাড়ি দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ জানান, খবর পেয়ে এলাকাবাসীর সহায়তায় কামালকে আটক করা হয়েছে। খাদিজার মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।