ঢাকা, বৃহস্পতিবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২১ নভেম্বর ২০২৪, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৬ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৯
দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় নিহত ২ দুর্ঘটনা কবলিত পিকআপভ্যান। ছবি: বাংলানিউজ

কুমিল্লা: কুমিল্লার দাউদকান্দি উপজেলার পুটিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

মঙ্গলবার (৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে জসিম (৩০) নামে এক ফল ব্যবসায়ীর নাম জানা গেছে।

জসিম তিতাস উপজেলার কেশবপুর গ্রামের রেনু মিয়ার ছেলে।

আহতরা হলেন- তিতাস উপজেলার সাগরফেনা গ্রামের জাফর আলীর ছেলে সাখাওয়াত (৫৫), কেশবপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে আবুল বাসার (৩৫) ও হোমনা উপজেলার জগন্নাথকান্দি গ্রামের আব্দুল হকের ছেলে জীবন (২৮)। তারা গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

স্থানীয় সূত্র জানায়, তিতাস ও হোমনা উপজেলার কয়েকজন ব্যবসায়ী ফেনী থেকে পাইকারি ফল কিনে পিকআপভ্যানে করে বাতাকান্দি বাজারে আনছিলেন। পথে পুটিয়া এলাকায় এলে পিকআপভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের জলাশয়ে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালকসহ দু’জন নিহত হন। এসময় আহত হন আরও তিনজন।

ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. মনিরুল ইসলাম বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৯
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।