ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বরিশালে স্কুলছাত্রীর আত্মহত্যা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৮ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৯
বরিশালে স্কুলছাত্রীর আত্মহত্যা

বরিশাল: বরিশাল নগরের আমির কুটির এলাকায় গলায় ফাঁস দিয়ে এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে।

মঙ্গলবার (৮ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে ওই এলাকার ফাতেমা মঞ্জিলের চতুর্থ তলায় এই আত্মহত্যার ঘটনা ঘটে।

নিহত স্কুলছাত্রী সুরাইয়া আক্তার ইতি (১৬) ওই এলাকার মতিউর রহমানের মেয়ে।

সে বরিশাল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী ছিল।

নিহতের স্বজনরা জানিয়েছে, ইতি নিজ ঘরে ফ্যানের সঙ্গে ওড়না জড়িয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরে তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মরদেহ ময়নাতদন্তের জন্য শেবাচিম হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম।

বাংলাদেশ সময়: ০১৪৭ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৯
এমএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।