ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গাজীপুরে পিস্তলসহ দুই যুবক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৯
গাজীপুরে পিস্তলসহ দুই যুবক আটক

গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে দু’টি বিদেশি পিস্তল ও ৩শ’ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (০৮ নভেম্বর) দিনগত রাত ৩টার দিকে উপজেলার উজিলাবো এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- উপজেলার সাইকালিয়া এলাকার আবুল বাশারের ছেলে মো. রাজীব (২৫) ও একই উপজেলার উজিলাবো এলাকার আফাজ উদ্দিনের ছেলে মনির হোসেন (২৮)।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে উজিলাবো এলাকার মাসুদ নামের এক ব্যক্তির বাসায় অভিযান চালানো হয়। এসময় ওই বাসা থেকে দু’টি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও ৩শ’ পিস ইয়াবাসহ রাজীব ও মনির হোসেনকে আটক করা হয়। এর আগে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাসুদ পালিয়ে যায়। এঘটনায় শ্রীপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৯ 
আরএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।