ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আচরণ বিধি লঙ্ঘন করায় তিনজনকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৯
আচরণ বিধি লঙ্ঘন করায় তিনজনকে জরিমানা ভ্রাম্যমাণ আদালতে তিন জনকে জরিমানা করা হয়। ছবি: বাংলানিউজ

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে নির্বাচন কেন্দ্রে আচরণ বিধি লঙ্ঘন করায় তিন মোটরসাইকেল আরোহীকে তিন হাজার জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (০৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে যাত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজ কুমার বিশ্বাস।

অর্থদণ্ডপ্রাপ্তরা হলেন- আশুগঞ্জ উপজেলার তাজুল ইসলামের ছেলে জুয়েল রানা (২৪), চরচারতলা গ্রামের জাহাঙ্গীর খন্দকারের ছেলে সুজন খন্দকার  (২৮), বড়তল্লা গ্রামের অলি মিয়ার ছেলে টিপু সুলতান (২৬)।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজ কুমার বিশ্বাস বাংলানিউজকে জানান, ওই তিন জন মোটরসাইকেল নিয়ে কেন্দ্রের সামনে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে ঘোরোফেরা করছিল। এ সময় তাদের আটক করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।