ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কালীগঞ্জে দুর্ঘটনায় চালক নিহত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৩ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৯
কালীগঞ্জে দুর্ঘটনায় চালক নিহত 

ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জে নলডাঙ্গা এলাকায় খাইরুল ইসলাম (২৫) নামে ইঞ্জিনচালিত গাড়ির (লাটা হাম্বার) এক চালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুইজন। 

বুধবার (৯ ডিসেম্বর) সকালে ওই উপজেলার নলডাঙ্গা এলাকার একটি চাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। খাইরুল ইসলাম ওই উপজেলার পুকুরিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে।

আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।  

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুচ আলী বাংলানিউজকে জানান, সকালে নলডাঙ্গা বাজার থেকে দুই জন যাত্রী নিয়ে কালীগঞ্জ শহরের দিকে যাচ্ছিল ইঞ্জিনচালিত লাটা হাম্বা। পথে ওই চাতালের কাছে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই মারা যান ওই গাড়ির চালক খাইরুল। পরে স্থানীয়রা আহত দু'জনকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।