ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

জয়পুরহাটে পুলিশের অভিযানে গ্রেফতার ৩২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৫ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৯
জয়পুরহাটে পুলিশের অভিযানে গ্রেফতার ৩২ ছবি : প্রতীকী

জয়পুরহাট: জয়পুরহাটে পুলিশের বিশেষ অভিযানে ৩২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে ১৭ জন ওয়ারেন্টভুক্ত এবং ৫ জন নিয়মিত মামলার আসামি। 

মঙ্গলবার (০৮ জানুয়ারি) জয়পুরহাটের ৫টি উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

৩২ জনের মধ্যে ১০ জনকে মাদক বিক্রির কারণে আটক করা হয়েছে।

তারা হলেন- পিয়ারা বেগম, জনি হোসেন, আশিক মাহমুদ সৌরভ, আব্দুর রাজ্জাক, রবিউল ইসলাম, শাহীন, জহুরা বেগম, আনোয়ার হোসেন, আজিজার রহমান ও সাইফুল ইসলাম।

জয়পুরহাটের সহকারী পুলিশ সুপার (হেড কোয়ার্টার) আবু হেনা মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, আটক মাদক বিক্রেতাদের কাছ থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৮০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৯
এমএমইউ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।