ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ফতুল্লায় নারীর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০২ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৯
ফতুল্লায় নারীর মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে কুলসুম আক্তার (২৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

কুলসুম ফতুল্লা ঢালীপাড়া এলাকার মাসুদ মিয়ার বাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন।

বুধবার (৯ জানুয়ারি) দুপুর দেড়টায় ওই ভাড়াবাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, কুলসুম ভোলার লালমোহন উপজেলার রমাগঞ্জ গ্রামের মৃত নুরুন নবীর মেয়ে। দশ বছর আগে মামুন নামে একব্যক্তির সঙ্গে তার পারিবারিকভাবে বিয়ে হয়। তাদের ৬ বছরের একটি ছেলে সন্তান আছে। কুলসুম স্বামীর সঙ্গে ঢালীপাড়া মাসুদ মিয়ার বাড়িতে ভাড়া থেকে পোশাক কারখানায় কাজ করতেন।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) উত্তম বাংলানিউজকে জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে ঢালীপাড়া এলাকার মাসুদ মিয়ার বাড়ির একটি কক্ষ থেকে ভাড়াটিয়া কুলসুম বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ময়না-তদন্তের জন্য তার মরদেহ ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ঘটনার পর থেকে নিহতের স্বামী মামুন পলাতক রয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে বলেও জানান এসআই উত্তম।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৯
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।