ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শেখ হাসিনাকে থাই প্রধানমন্ত্রীর অভিনন্দন 

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩১ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৯
শেখ হাসিনাকে থাই প্রধানমন্ত্রীর অভিনন্দন 

ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রাউথ চান-ওচা।  

শেখ হাসিনাকে পাঠানো এক অভিনন্দন বার্তায় দু’দেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর ওপরও জোর দেন তিনি।  

বৃহস্পতিবার (১০ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

টানা তৃতীয়বারের মতো আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসায় থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রাউথ চান-ওচা তার বার্তায় বলেন, শেখ হাসিনা পুনরায় প্রধানমন্ত্রী হওয়ায় থাইল্যান্ডের জনগণের পক্ষ থেকে অভিনন্দন জানাই। বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। আমি আশা করছি, দু’দেশের মধ্যে সহযোগিতা, বন্ধুত্ব আরও গভীর হবে।

বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৯
টিআর/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।