ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

জাতীয়

গাজীপুরে হত্যা মামলার তিন আসামিসহ আটক ৯

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৩, জানুয়ারি ১১, ২০১৯
গাজীপুরে হত্যা মামলার তিন আসামিসহ আটক ৯

ঢাকা: গাজীপুরে পৃথক অভিযানে হত্যা মামলার তিন আসামিসহ সংঘবদ্ধ ডাকাত চক্রের ৬ সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

শুক্রবার (১১ জানুয়ারি) সকালে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

এএসপি মিজানুর রহমান জানান, বৃহস্পতিবার (১০ জানুয়ারি) দিনগত রাতে গাজীপুরের ভাওরাইদে স্ত্রীকে হত্যার পর মরদেহ সেপটিক ট্যাংকে গুমের ঘটনায় মূল আসামি ও তার দুই সহযোগীকে আটক করেছে র‌্যাব।

এছাড়া পৃথক আরেকটি অভিযানে একটি ডাকাত চক্রের মূলহোতাসহ ৬ জনকে আটক করা হয়েছে। তাদের কাছে থেকে বিপুল পরিমাণ স্বর্ণ ও টাকা জব্দ করা হয়েছে।

শুক্রবার বেলা সাড়ে ১১ টায় রাজধানীর কারওয়ানবাজার র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৯
পিএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।