ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নেত্রকোনায় এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৩ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৯
নেত্রকোনায় এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার

নেত্রকোনা: নেত্রকোনা সদরের কাইলাটি ইউনিয়ন থেকে মজলিস উদ্দিন (৫০) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১১ জানুয়ারি) দুপুর আড়াইটায় ওই ইউনিয়নের সিধলাউড় গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মজলিস একই গ্রামের মৃত এমদাদ সরকারের ছেলে।

নেত্রকোনা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) তপন বাকালী বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, নিহত ব্যক্তির পরিবারের সদস্যদের কাছ থেকে জানা যায় মজলিস মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন। বৃদ্ধা মায়ের সঙ্গে তিনি সিধলাউড় গ্রামে বসবাস করতেন। তার স্ত্রী-সন্তান থাকে ঢাকার গাজীপুরে।

ময়নাতদন্তের জন্য মরদেহ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।