ঢাকা, বুধবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

জাতীয়

যশোরে এক কেজি গাঁজাসহ মাদক বিক্রেতা আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:০০, জানুয়ারি ১২, ২০১৯

যশোর: এক কেজি গাঁজাসহ সাইদুর রহমান মোল্লা (৩৮) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শুক্রবার (১১ জানুয়ারি) রাতে যশোরের বাঘারপাড়া উপজেলার দরাজহাট মধ্যপাড়া থেকে তাকে আটক করা হয়। আটক সাইদুর ওই গ্রামের ছালাম মোল্লার ছেলে।

র‌্যাব-৬ সিপিসি-৩ যশোর ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ ছুরত আলম বাংলানিউজকে বলেন, গোপন খবরের ভিত্তিতে রাতে সাইদুর রহমানের বাড়িতে অভিযান চালায় র‌্যাব। এসময় তার বসতঘরে এক কেজি গাঁজা পাওয়ায় তাকে আটক করা হয়। এ ঘটনায় র‌্যাবের পক্ষ থেকে বাঘারপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ০৩৫৭ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৯
এমআইএইচ/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।