ঢাকা, রবিবার, ১৩ আশ্বিন ১৪৩১, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে এক হাজার পিস ইয়াবাসহ বিক্রেতা আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৪ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৯
রাজশাহীতে এক হাজার পিস ইয়াবাসহ বিক্রেতা আটক র‌্যাবের হাতে আটক মাদকবিক্রেতারা, ছবি: বাংলানিউজ

রাজশাহী: রাজশাহী মহানগরীতে এক হাজার পিস ইয়াবাসহ রফিকুল ইসলাম রফিক (৪২) নামে এক মাদকবিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

রফিকুল ইসলাম মহানগরীর কাশিয়াডাঙ্গা শ্রীরামপূর্বপাড়া এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে।

রোববার (১৩ জানুয়ারি) দুপুরে র‌্যাব-৫ এর সদস্যরা সিঅ্যান্ডবি মোড় সংলগ্ন জনতা ব্যাংক এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‌্যাব-৫ এর কোম্পানি কমান্ডার মেজর শিবলী মোস্তফা বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুরে সিঅ্যান্ডবি মোড় সংলগ্ন জনতা ব্যাংকের পেছনে অভিযান চালানো হয়। এ সময় রফিকুলকে এক হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়।

জিজ্ঞাসাবাদ শেষে বিকেলে তাকে থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এ র‌্যাব কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৯
এসএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।