ঢাকা, বৃহস্পতিবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

জাতীয়

আখাউড়ায় মাদক বিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০২, জানুয়ারি ১৪, ২০১৯
আখাউড়ায় মাদক বিক্রেতা আটক

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৩১০ পিস ইয়াবা, ২০ বোতল স্কাফ, ১১ পিস পেথিডিন (বুপ্রেনরফিন) ইনজেকশনসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব -১৪) ভৈরব ক্যাম্পের সদস্যরা।

রোববার (১৩ জানুয়ারি) দিবাগত রাতে র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সহকারী পরিচালক চন্দন দেবনাথ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বিকেলে উপজেলার কৌরাতলী গ্রাম থেকে তাদের আটক করা হয় বলে জানানো হয়।

আটককৃতরা ওই গ্রামের মৃত করম আলীর ছেলে জুম্মান মিয়া (২২) ও জমশেদ আলীর ছেলে যুবায়ের আহমেদ জনি (২০)।

চন্দন দেবনাথ জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি দল জুম্মান মিয়ার বসত বাড়ির সামনে অভিযান চালিয়ে দুই মাদক বিক্রেতাকে আটক করে।

এ ঘটনায় দু'জনের বিরুদ্ধে আখাউড়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৭০০ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।