ঢাকা, বৃহস্পতিবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

জাতীয়

রামগতিতে ২০০ কেজি জাটকা জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:০২, জানুয়ারি ১৪, ২০১৯
রামগতিতে ২০০ কেজি জাটকা জব্দ বিতরণ করা হচ্ছে জব্দ করা জাটকা, ছবি: বাংলানিউজ

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগতির মেঘনার তীরবর্তী এলাকায় অভিযান চালিয়ে ২০০ কেজি (৫ মণ) জাটকা জব্দ করা হয়েছে।

সোমবার (১৪ জানুয়ারি) দুপুরে উপজেলার আলেকজান্ডার মেঘনা নদী সংলগ্ন সেন্টারখাল মাছঘাট থেকে জাটকাগুলো জব্দ করা হয়।

রামগতি উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা কামাল বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মেঘনা নদী সংলগ্ন সেন্টারখাল মাছঘাটে যৌথ অভিযান চালিয়ে ২০০ কেজি জাটকা জব্দ করে কোস্টগার্ড ও মৎস্য বিভাগ।

পরে জাটকাগুলো স্থানীয় নুরিয়া হাজিরহাট মদিনাতুল উলুম মাদ্রাসা ও এতিমখানা, আলেকজান্ডার দারুল উলুম কাওমি মাদ্রাসা, নুরানি হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা এবং স্থানীয় দরিদ্র মানুষের মধ্যে বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৯
এসআর/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।