ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বরুড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো অটোচালকের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৮ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৯
বরুড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো অটোচালকের

কুমিল্লা: কুমিল্লার বরুড়ার নলুয়ার চাঁদপুরে কাভার্ডভ্যান চাপায় অজ্ঞাতপরিচয় (৩২) সিএনজিচালিত এক অটোরিশাচালক নিহত হয়েছেন। এ সময় দুই স্কুলছাত্রীসহ আরো চারজন আহত হয়েছে।

সোমবার (১৪ জানুয়ারি) দুপুর ২টায় এ দুঘর্টনা ঘটে। আহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে, লাকসামের মুদাফফরগঞ্জ আলী নওয়াব স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী নুরজাহান (১৫)।

আহতরা কুমিল্লার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্র জানায়, নলুয়ার চাঁদপুর এলাকায় একটি অটোরিকশাকে দ্রুতগতির একটি কাভার্ডভ্যান চাপা দিলে রাস্তার পাশে খাদে দু’টি যানবাহনই পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। দুঘর্টনার পর কাভার্ডভ্যানচালক ও হেলপার পালিয়ে গেছে। ঘটনার পর হাইওয়ে পুলিশ ও বরুড়া থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম উদ্দিন মাহমুদ জানান, থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ পায়নি। মরদেহ নিহতের পরিবার নিয়ে গেছে বলে শুনেছি। দুঘর্টনাকবলিত যানবাহন হাইওয়ে পুলিশ নিয়ে গেছে।

বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।