ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে চানাচুর কারখানাকে জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২০ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৯
ময়মনসিংহে চানাচুর কারখানাকে জরিমানা

ময়মনসিংহ: ময়মনসিংহের সদর উপজেলায় ভেজালবিরোধী অভিযান চালিয়ে একটি চানাচুর তৈরির কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

সোমবার (১৪ জানুয়ারি) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ময়মনসিংহের সহকারী পরিচালক নিশাত মেহের অভিযান চালিয়ে এ জরিমানা করেন।  

নিশাত মেহের বাংলানিউজকে জানান, ভেজালবিরোধী ঝটিকা অভিযান চালিয়ে উপজেলার বলাশপুর এলাকায় অবস্থিত ‘গঙ্গা ফুড প্রডাক্টস’ নামের একটি চারাচুর তৈরির কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বেকারিটি ক্ষতিকর হাইড্রোজে, নন ফুডগ্রেড কালারসহ ভেজাল ও ক্ষতিকারক উপাদান মিশিয়ে চানাচুর তৈরি করে আসছিলো।

এ ভেজালবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এ সহকারী পরিচালক।  

বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৯
এমএএএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।