ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় আহত বৃদ্ধার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৪ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৯
মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় আহত বৃদ্ধার মৃত্যু

মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলায় ট্রাক্টরের ধাক্কায় আহত নিরমলা খাতুন (৮০) মারা গেছেন। 

সোমবার (১৪ জানুয়ারি) সন্ধ্যার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিরমলা উপজেলার কাজীপুর গ্রামের মৃত ময়েজ উদ্দীনের স্ত্রী।

স্থানীয়রা জানান, গত শুক্রবার (১১ জানুয়ারি) সকালে বাড়ির পাশে রাস্তায় দাঁড়িয়ে ছিলেন নিরমলা। এসময় একটি ট্রাক্টর তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।  

পারিবারিক সূত্রের বরাত দিয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকার বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ০৬০১ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৯
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।